
| শনিবার, ২৫ জুলাই ২০২০ | 545 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে ষ্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল পৌণে পাঁচটার দিকে ট্রেনটি তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি।
ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মান্নান জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝিস্থানে আসার পর ট্রেনের ট ও ঠ বগির মাঝখানে আগুন লাগে।
এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নিভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ ট্রেনে গাড়ি থামিয়ে দেই। আগুমন বড় আকার ধারণ করায় আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই।
তিনি আরো জানান, আগুন নিয়ন্তণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কি’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। গাড়ি থামানো না হলে আরো বড় কিছু ঘটতে পারতো।
Posted ১২:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম