ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় গবাদি পশুর নকল ঔষধ কারখানা সিলগালা করে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ডিসেম্বর) বিকেলে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়ার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া জানান,
কেমিস্ট ছাড়া ও মান নিয়ন্ত্রণ সরাঞ্জামাদি ছাড়া মোড়কের গায়ে মিথ্যা তথ্য দিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধের প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেটে ভর্তি করে বাজারজাত করার অপরাধে গবাদি পশুর অনুমোদনবিহীন একটি ঔষধ কারখানার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
পঙ্কজ বড়ুয়া আরো জানান, লোকচক্ষুর আড়ালে ওই বাড়িতে গবাদিপশুর ওষুধ বানাতেন নাসিরনগর উপজেলার কামরুল হাসান চকদার নামে এক ব্যক্তি। বাজার থেকে পাওয়া চাহিদা অনুযায়ী ৪৯ ধরনের ঔষধ বানানো হতো এতে। ‘লরেল ভিস্তা’ নামে কম্পানির নাম দিয়ে ওষুধ বাজারজাত করা হতো।অথচ এই ঔষধ কম্পানির কোন অনুমদন নেই।