
রওনক ইসলাম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | 335 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডল থানা এলাকা হতে নাশকতা মামলার পলাতক আসামী জেলা ছাত্রলীগর সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি(২৬)কে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে (র্যাব)এ তথ্য নিশ্চিত করেছে। র্যাব-৯,জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে পাঁচটায় সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এফআইআর নং-১৭/৪২৫, দন্ড বিধি আইন ১৮৬০ এর মূল পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সদর উপজেলার পৈরতলা গ্রামের কামাল মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদর গ্রেফতারে র্যাব-৯,এর চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম