
| সোমবার, ২০ জুলাই ২০২০ | 1190 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ- পরিদর্শক (এএসআই)আমির হোসেন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি মামুন মিয়া র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) দিনগত গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মামুন মিয়া সদর উপজেলার মাছিহাতা ইউপির চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে, গতশুক্রবার বিকেলে সাদা পোষাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির নিহত হয়েছেন। এতে আহত হন এএসআই মনির শংকর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Posted ২:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম