
আহমেদ সামি | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | 178 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫৪ কেজি গাঁজাসহ মোঃ আরাফাত (১৯) নামে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে বিজয়নগর সদর এলাকা থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়।
গ্রেতারকৃত মোঃ আরাফাত, হবিগঞ্জ জেলার-মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিলেট এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল জেলার বিজয়নগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আরাফাত’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরাফাত এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত গাঁজাসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
Posted ৯:০০ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম