
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | 349 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ফজলুর রহমান জেলার আশুগঞ্জের সোহাগপুরের মৃত মনির হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন ফজলুর রহমান। সকালে বুকে ব্যথা উঠলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম