
| রবিবার, ৩০ আগস্ট ২০২০ | 1007 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরতলীর ভাটপাড়া গ্রাম থেকে রহস্যজনক ভাবে নিহত মোঃ হুজাইফা নামে সাড়ে ৫ মাস বয়সী এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত শিশুটি ওই এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেনের ছেলে।আজ শুক্রবার (৩০ আগষ্ট) সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে শিশু হুজাইফার মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মত শিশুটির মা রাবিয়া খাতুন ফজর নামাজের আগে ওজু শেষে ঘরে ঢুকে দেখেন তার শিশু নেই। পরে অনেক খুঁজাখুজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। নিহতের পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই প্রতিবেশী এক নারী তার স্বামীকে সাথে নিয়ে শিশুটিকে হত্যা করে । ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর অপারেশন ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম