
| মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ | 390 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানযট নিরসন, জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে মঙ্গলবার(১ সেপ্টেম্বর) থেকে ৭ দিন ব্যপী বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।
“পরিচ্ছন্ন ও যানযটমুক্ত শহর গড়ে তুলি, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে “বিশেষ ট্রাফিক সপ্তাহ” কর্মসূচী উদ্ভোধন করেন মোহাম্মদ আনিসুর রহমান, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। পৌর মেয়র মিসেস নায়ার কবির, এর সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হায়াত-উদ-দৌলা খান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ব্রাহ্মণবাড়িয়া, আল-মামুন সরকার, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, মীর গোলাম ফারুক, পুলিশ পরিদর্শক (প্রশাসন),সদর ট্রাফিক, ব্রাহ্মণবাড়িয়া, অফিসার ইন-চার্জ, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়াসহ যানবাহন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং অটো-রিক্সা চালকগন।
এসময় পৌর এলাকার যানযট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বাঁশি, ছাতা ও হলুদ রঙের অ্যাপ্রোন বিতরণ করেন। ট্রাফিক পুলিশ নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে রাত-দিন কাজ করছে। এসময় ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহায়তা করার জন্য কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান পুলিশ সুপার আনিসুর রহমান।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম