
| বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | 370 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২০ এ সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজনসহ নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছন আখাউড়া উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা।
বুধবার(২৩সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় হয়।শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী , পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম.সিরাজ,সদস্য মোঃ মনির হোসেন,সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ,আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃজুয়েল মিয়া,সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আরাফাত আশিক,সহ সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক অমিত হাসান আবির,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ,সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন,দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন পলক,প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত হাসান অপু প্রমূখ।
শুভেচ্ছা বিনিময়ের সময় তারা বলেন, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।সাংবাদিকদের বিপদ আপদে অভিভাবক হিসেবে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা। সাংবাদিকতা নামক মহৎ পেশার সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার সর্বাত্মক চেষ্টা করার পরামর্শ দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দরা।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম