
| শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ | 446 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় ইস্কফ, ০২ কেজি ভারতীয় গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল, ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল ও ০১টি মোবাইল সেট’সহ ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ শুক্রবার (১৪ আগস্ট )প্রেস বিজ্ঞপ্তি নং-৫৩/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার কসবা উপজেলার গোসাইস্থল বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০২৯/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘নোয়াগাঁও’ নামক স্থান হতে ০২ কেজি ভারতীয় গাঁজা, ০১টি মোটর সাইকেল ও ০১টি
মোবাইল সেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে এবং আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ২০২২/১০-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আব্দুল্লাহপুর সাহেবনগর’
নামক স্থান হতে ২৪ বোতল ফেন্সিডিল ও ৪৯ পিস ইয়াবা’সহ ০১ জন পাচারকারী কে আটক করা হয়। আটককৃতরা হলেন, কসবা উপজেলার চন্ডীদার এলাকার লক্ষীপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া ও নারায়ণপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে মোঃ ওমর মিয়া। অন্যদিকে বিজয়নগর উপজেলার আলীনগর বিওপির আওতাধীন নোয়াবাদী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩,৭৯,৭০০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল’সহ কসবা এবং আখাউড়া থানায় সোপর্দকরা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২৪ (খ) এর ১০ (ক)/৪১ ধারায় কসবা থানায় মামলা দায়ের
করা হয়েছে।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম