
রওনক ইসলাম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | 122 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে রিয়া রানী দাস নামে এক বাংলাদেশি তরুণীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করে আখাউড়া থানা পুলিশ।
ত্রিপুরা রাজ্যের নিশ্চিন্তপুর সীমান্তের বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ কুমার বলেছেন, বাংলাদেশি ওই তরুণী সোমবার বিকালে আখাউড়ার মনিয়ন্দ শিবনগর ২০২৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকলে নিশ্চিন্তপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
রিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের সুশীল চন্দ্র দাসের মেয়ে।আখাউড়া থানা সূত্রে জানা গেছে, রিয়া বিএসএফের হাতে আটকের পর সন্ধ্যায় ভারতীয় বিএসএফ-৪২ ডি কোম্পানি নিশ্চিন্তপুর ক্যাম্প কমান্ডার রাজেশ কুমার এবং ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আখাউড়া মনিয়ন্দ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মিজানুর রহমান নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ রিয়াকে বিজিবির কাছে হস্তান্তর করে। রাতেই রিয়াকে পুলিশের হেফাজতে দেয় বিজিবি।
আখাউড়া থানার ওসি নূরে আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ওই তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম