
রওনক ইসলাম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | 245 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাঁচারকালে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপ ভর্তি এই মাছ আটক করা হয়।
এসময় ইলিশ মাছ পাচারে জরিত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভূইয়া ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক গ্রামের ভিতর দিয়ে একটি পিকআপে করে ইলিশ মাছ ভারতে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে সেনাবাহিনী পিকআপ ভর্তি ইলিশ মাছ জব্দ করে।
কসবায় দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সানিউল আলম বলেন, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে পাচারকারীকে খোঁজে বের করে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
Posted ৮:১০ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম