
ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | 191 বার পঠিত | প্রিন্ট
লেবাননে ইসরায়েলি হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে ৩২ বছর বয়সী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।
শনিবার স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালায়। তখন নিজাম উদ্দিন সেখানকার একটি কফি হাউজ এ ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি।পরে তার মরদেহ নিয়ে যাও মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃত্যু দেহ রাখা হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় এই প্রথম বাংলাদেশের মৃত্যু হয়েছে।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম