
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | 186 বার পঠিত | প্রিন্ট
কোটা সংস্কার আন্দোলনে সময় ঢাকায় নিহত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামে মো. হোসাইনের পরিবারের পাশে দাঁড়িয়েছে হেফাজত ইসলাম। সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
হেফাজত ইসলামের মহাসচিব শায়খ সাজিদুর রহমান দুপুরে বরিশল গ্রামে এসে হোসাইনের পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন। নিহত হোসাইন হলেন বরিশল গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার ছাত্র ছিলেন। ৪ আগস্ট ঢাকায় মারা যান হোসাইন।
এ সময় হেফাজত মহাসচিব শায়খ সাজিদুর রহমান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘নিশ্চয় আল্লাহ উত্তম বদলা দিবেন। আমাদের সকলকে এজন্য ধৈর্য্য ধরতে হবে।’ কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোবারক উল্লাহ, মাওলানা আবু বকর, হাজি বিল্লাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম