
| শুক্রবার, ০৩ জুলাই ২০২০ | 962 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ভৈরব র্যাব-১৪ এর অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার(৩রা জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন, হবিগঞ্জ জেলার সদর উপজেলার তেতৈয়া এলাকার আব্দুর রবের ছেলে আব্দুল খালেক (৩৫)।
শুত্রুবার সন্ধ্যা ৭টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২ টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তী বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়। পরে পিকআপ ভ্যান তল্লাসী করে অভিনব পদ্ধতিতে পিকআপভ্যানের বডির ভিতরে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম