
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | 484 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলাইলবাগ এলাকায় বাড়ির উঠানে গাঁজা গাছের বাগান করায় ৪টি মাদক মামলার আসামী সুজেদা বেগম (৫০) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
বর্তমানে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গোয়াইলবাগর বাসিন্দা সুজেদা বেগম গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বনগ্রাম এলাকার মৃত বাবুল মিয়ার স্ত্রী। বাপের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলগড়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ৭ জুলাই সকাল ১১:৩০ টায় র্যাবে বিশেষ অভিযানে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গোয়াইলবাগ এলাকায় বাড়ীর উঠান থেকে ৭ টি গাঁজার গাছ জব্দ করা হয় যাহার ওজন ৪.৫ কেজি এবং উক্ত আসামীর বসত ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম শুকনা গাঁজাসহ সুজেদা বেগমকে আটক করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ৫-৬ মাস পূর্বে গাঁজা গাছের বীজ গুলো রোপন করে এবং পরিচর্যা করে আসছে। এই গাছ গুলো থেকে পাতা সংগ্রহ করে শুকিয়ে নিজে সেবন করে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। এর আগেও ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে সুজেদার বিরুদ্ধে ৪ টি পৃথক মাদক মামলা রয়েছে।
আটক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম