
| বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | 524 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:
২২ জুলাই অবৈধ ও অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
করোনা ভাইরাস কোভিট—১৯ প্রতিরোধে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে জনবান্ধব নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ড্রাগ এক্ট, কোন ১৯৪০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করে বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট পারভেজ মল্লিক। ড্রাগ সুপারভাইজার, নরসিংদী ও র্যাব ১১ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন। এসময়ে অনুমোদন ব্যতিরেকে অবৈধ হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন কার্যক্রম ভ্রাম্যমান আদালতের সম্মুখে উদগাতি হয় । প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নিয়মবহির্ভূতভাবে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অপরাধ স্বীকার করেন। বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানকে ড্রাগ এক্ট,১৯৪০ অনুযায়ী ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনুমোদনহীন অবৈধ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়। করোনা প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
Posted ৮:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম