
| রবিবার, ২৩ আগস্ট ২০২০ | 552 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল এই পাকিস্তানি দোসররা। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন :২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে স্বাধীনতাবিরোধী শক্তিরা আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল বলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। মেঘনা নদীর উপর তৃতীয় মেঘনা সেতু নির্মাণে মন্ত্রিপরিষদের অর্থনৈতিক সম্পর্কিত কমিটি অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই এ সেতুর নির্মাণের কাজ শুরু হবে। এই সেতু নির্মাণ হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামের দূরত্ব অনেক কমে আসবে। শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি-গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম বকুল,সাইদ আহম্মেদ বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, সহিদুল ইসলাম বাবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ আহমেদ বাবু, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া শ্রর্মিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ ছাত্রলীগের সভাপতি ইন্ঞ্জীনিয়ার জুয়েল আহম্মেদ প্রমুখ।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম