
| মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ | 291 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকিং সেবাকে মানুষের অতি নিকটে পৌছে দেওয়ার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় গোপীনাথপুর বাজারের স্টেশন রোড প্রাঙ্গনে আয়োজিত ব্যাংক কার্যক্রম উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ নজরুল ইসলাম।
গোপীনাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাইনুল ইসলাম মিনালের সঞ্চালনায় ও বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার হুমায়ন কবির বখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ্-বাংলা ব্যাংক কুমিল্লা শাখার রিজোয়েনাল ম্যানেজার তানভির আহমেদ, এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আকরাম খাঁন, ডাচ্-বাংলা ব্যাংকে ব্রাহ্মণবাড়িয়া শাখার সহকারী ম্যানেজার সুকেস চন্দ্র দেবনাথ, সহকারী মার্কেটিং অফিসার মোঃ মহসিন মিয়া এবং মোঃ কালন মিয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপীনাথপুর ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার জহিরুল ইসলাম, বর্তমান মেম্বার নবী মিয়া, উত্তরা ব্যাংক গোপীনাথপুর শাখার ম্যানেজার মোঃ মেজবাহ উদ্দিন, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক রাউৎহাট শাখার ব্যাবস্থাপক দীলিপ কুমার শাহা, মনিয়ন্দ ইউপি ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হামদু মিয়া ও সমাজ সেবক মোঃমশিউর রহমান মিথুনসহ আরো অনেকে।
ব্যাংকটির পরিচালনায় থাকা মেসার্স নজরুল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান সেন্টু বলেন, গ্রাহকদেরকে শতভাগ সচ্চতার মাধ্যমে, দ্রুত এবং উত্তম সেবা দেওয়াই আমাদের মুল লক্ষ।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম