
| বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | 488 বার পঠিত | প্রিন্ট
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের সন্তোষপুর এলাকা থেকে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী এই তথ্য জানান।অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী বলেন, সন্ধ্যায় ধর্মঘর বিওপির নায়েক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে হাবিলদার মোঃমহসিন বিজিবির টহলদল নিয়ে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
Posted ৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম