
| শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০ | 647 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায গরু চুরি করে প্রাইভেটকারে ভেতরে ঢুকিয়ে পালানোর সময় ধরা খেল এক চোর। পরে স্থানীয় জনতা ফারুক মিয়া (৪০) নামের ওই চোরকে হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায়। আটক ফারুক মিয়া হবিগঞ্জ জেলার লাখাইয়ের ইসমাইল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় গরুটি চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় গরুটি ডাক ছিল। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের বিষয়টি নজরে পড়ে। কুট্রাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় আটক চোর ফারুক মিয়া জানায় গরুটি মৌলভীবাজার জেলায় পালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
Posted ১:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম