
| সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০ | 503 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই।
আজ সোমবার ৭ ডিসেম্বর ২০২০ ইং ভোর প্রায় সারে ৫ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, যথা মাধবপুর ফায়ার স্টেশন ও সরাইল ফায়ার স্টেশন একযোগে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীদের সূত্র হতে জানা যায়, আজ ভোরে অনুমান প্রায় সারে ৫ ঘটিকায় হরষপুর রেলওয়ে স্টেশন এলাকায় আগুন লাগে এতে ছোট-বড় ১১ দোকান ঘর ও এর মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম