
| বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | 565 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৬ দিন পর বৃহস্পতিবার দুপুরে বালুর নিচ থেকে রনি (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয়বাড়িয়া এলাকায় একটি প্রকল্পের বালুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পেশায় অটোরিকশাচালক রনি সদর উপজেলার মজলিশপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
লাশ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রনির লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। অটোরিকশাচালক রনি গত ৬ দিন ধরে অটোরিকশাসহ নিখোঁজ ছিল। এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম