
| রবিবার, ২৭ জুন ২০২১ | 806 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ(০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন এর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানায় দুপুর বারোটার দিকে বিষ্ণুপুর মাদ্রাসার পাশে পুকুরের পানিতে জুনায়েদ ডুবে যায়। প্রতিবেশীরা এমন খবর দিলে আমরা সাথেই সেখানে ছুটে যায় গিয়ে দেখি প্রতিবেশী লোকেরা তাকে পানি থেকে তুলে পেট এবং বুকে চাপ দিচ্ছে আর মুখ দিয়ে পানি বের হচ্ছে এমতাবস্থায় গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যায় গ্রামের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা আক্তার নুর স্বর্ণা জানান মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুন ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম