
অমিত হাসান অপু: | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | 86 বার পঠিত | প্রিন্ট
পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে মোঃ আরিফুল ইসলাম (২১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শংকুচাইল বিওপির টহল দল তাকে আটক করেন।
আটককৃত ভারতীয় নাগরিক মোঃ আরিফুল ইসলাম ভারতের সিপাহীজলা জেলার কলমছড়া থানার কলসীমোড়া ইউপিস্থ নগর নামক গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।
আরিফুল ইসলাম এর আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভারতীয় ওই যুবক পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শংকুচাইল বিওপির সীমান্ত পিলার ২০৬৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হায়দ্রাবাদ নামক স্থানে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তেতা কে বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৬:২০ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম