
অমিত হাসান অপু: | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | 87 বার পঠিত | প্রিন্ট
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) এর সদস্যরা। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে।
আটককৃত নাগরিকরা হলেন, নরসিংদী জেলার পলাশ উপজেলার সান্নের বাড়ি গ্রামের শ্রী প্রসন্ন সরকার (৫৫), শ্রীমতি প্রিয় বালা ভৌমিক (৮৬), শ্রীমতি শিল্পী রায় (৪২), শ্রী শুভ রায় (১৩) এবং ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার বাগী গ্রামের চন্নধর মল্লিকের ছেলে শ্রী জীবন মল্লিক (১৭), ও শ্রী গৌর মল্লিকের ছেলে শ্রী শান্ত মল্লিক (১৬)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মাধবপুর উপজেলাস্থ সীমান্ত পিলার ১৯৯৭/১৫-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান দিয়ে বাংলাদেশ হতে অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এবং আটককৃত বাংলাদেশী নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই এলাকার মানব পাচারকারী দালাল মোঃ আল-আমিন এর সহযোগিতায় শ্রী প্রসন্ন সরকার, প্রিয় বালা বৌমিক, শ্রীমতি শিল্পী রায় এবং শুভ রায় ভারতের অভ্যন্তরে চিকিৎসার জন্য এবং জীবন মল্লিক ও শান্ত মল্লিক ভারতের ত্রিপুরায় দোকানে কাজের জন্য বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদের আটক করে।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম