
রওনক ইসলাম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | 107 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহামুদুর রহমান মান্না (৫৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কান্দিপাড়া ও পাইকপাড়ায় অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন সতত্যা নিশ্চিত করে বলেন,বিজয়নগর থানা থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা শহরে বসবাস করছে এই অভিযোগের ভিত্তিতে শহরের কান্দিপাড়া ও পাইকপাড়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় রাজনৈতিক মামলা থাকায় আসামীদের বিজয়নগরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিজয়নগরে ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল এর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে রাষ্টু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই নাশকতা মামলায় মাহামুদুর রহমান মান্না ও আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
Posted ৫:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম