
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | 92 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সীমান্তে ৪৪,৩৮,৫০০/- (চুয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা। শুক্র-শনি দুই দিনের অভিযানে এসব চোরাচালান জব্দ করেছে শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়জ্বালা, কসবা, ঘাগুটিয়া, মাদলা বিওপির সদস্যরা।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন,
দুই দিনে ৭টি বিওপির টহলদল বিশেষ অভিযান চালিয়ে ৪৪,৩৮,৫০০/- (চুয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বাসমতি চাউল ৮৯১ কেজি, গরু ১ টি, চিনি ৫৮৯৫ কেজি, নেহা মেহেদী ৪২৮২ পিস, শাড়ি-২২৩ পিস, বিভিন্ন প্রকার কসমেটিক্স-২৮২ পিস, রসুন ২২ কেজি, গাঁজা ২২.৫ কেজি, হুইস্কি ২১ বোতল, বিয়ার ২৪ পিস, ইয়াবা-৯৯০ পিস জব্দ করা হয়েছে।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম