
নিজস্ব প্রতিনিধি: | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | 69 বার পঠিত | প্রিন্ট
কুমিল্লার বুড়িচং সীমান্তে ১ কোটি সাড়ে বারো লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবির) সদস্যরা। শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচংয়ের খারেরা বিওপির টহলদল এসব পণ্যসহ ট্রাকটি জব্দ করেন। জব্দকৃত পন্যের মধ্যে রয়েছে, ২৫৫০ পিস এনার্জি ড্রিংক, ১৯৩০০ পিস বিভিন্ন প্রকার সিগারেট এবং ১টি মিনি ট্রাক।
জব্দের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, গোপন সংবাদে খারেরা বিওপির টহলদল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন বেলবাড়ি নামক স্থান হতে ১,১২,৪০,০০০/- (এক কোটি বার লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের মালামালসহ ০১ টি মিনি ট্রাক জব্দ করে।
Posted ১:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম