
অমিত হাসান অপু: | বুধবার, ১২ মার্চ ২০২৫ | 143 বার পঠিত | প্রিন্ট
“বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এই মূলমন্ত্রে দিক্ষীত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা বায়েক ইউনিয়নের সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রেবেশসহ সীমান্ত সক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে খাদলা গ্রামে নতুন বিওপি উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির উপস্থিত থেকে বিওপি’র অপারেশন কার্যক্রম পরিচালনার দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থে নতুন বিওপি হিসেবে খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়।
এসময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির বলেন, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এর অধীনস্থে নতুন বিওপি হিসেবে খাদলা বিওপি যুক্ত হওয়ায় তিনি এই বিওপি’র মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।
বিওপি উদ্ভোধনকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান,সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান,খাদলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোবারক হোসেনসহ বিজিবি’র কর্তব্যরত অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১০:২৭ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম