
রওনক ইসলাম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | 136 বার পঠিত | প্রিন্ট
গাজীপুরের হায়দ্রাবাদে পিটিয়ে মসজিদের ইমাম রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে আয়োজিত সমাবেশে বিশিষ্ট ওয়াজেন গিয়াস উদ্দিন আল তাহেরী বলেছেন, মিথ্যা অভিযোগে মব সৃষ্টি করে যারা ইমামকে হত্যা করেছে তাদের “ইমারজেন্সি” গ্রেপ্তার করতে হবে।
স্বরাষ্ট্র, ধর্ম উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নইলে আলেমওলেমা দেশী প্রবাসীদের নিয়ে সারাদেশে ইমাম হত্যার তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বুধবার টঙ্গীতে আহলে সুন্নত ওয়াল জামাত গাজীপুর জেলা শাখাার উদ্যোগে আয়োজিত মানববন্ধনের সমাবেশ মিছিলে বক্তব্য দেয়াকালে তাহারী হুজুর এসব কথা বলেন। উল্লেখ করা যেতে পারে, গত রবিবার বলৎকারের অভিযোগ এনে গাজীপুরের পূবাইলের হায়দ্রাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম রইস উদ্দিনকে গণপিটুনি দেয় স্হানীয় জনতা।
পূবাইল পুলিশের হাতে তুলে দেওয়ার পর হাজতে অসুস্থ হয়ে পড়লে রাতে হাসপাতালে মারা যান তিনি। আহলে সুন্নত ওয়াল জামাত বলছে, ষড়যন্ত্র করে ইমাম রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে।তাহেরী হুজুর প্রশ্ন রেখে বলেন, এখনও কেন ইমাম রইস উদ্দিনের হত্যাকারীরা গ্রেপ্তার হচ্ছে না?
তাহেরী হুজুর টঙ্গীর মানববন্ধনে আরো বলেন, মারধরের পর রইস উদ্দিনকে কোন চিকিৎসা পর্যন্ত দেয়া হয়নি। পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। দৃশ্যমান হত্যাকান্ডকে চোখের পলকে আড়াল করে দেয়া হচ্ছে। ইমাম রইস উদ্দিন ইসলামি ফ্রন্টের ছাত্র সেনা দলের নেতা ছিলেন। দেশে খুনের রাজ্য কায়েম হয়েছে! নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো দেশ অন্ধকারে চলে যাবে।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম