
ইয়ার হোসেন | শনিবার, ১৭ মে ২০২৫ | 14 বার পঠিত | প্রিন্ট
বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সালে পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করা হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। তেমনি ৫ই আগস্ট দেশের মানুষ দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামী করতে নয়। বাংলাদেশ তার স্বাধীনতার স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উচু করবে। কিন্তু কোনো ভিনদেশীদের স্বার্থে এ দেশের মাটি ব্যবহার করতে দেয়া হবেনা।
তিনি আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি বলেন, ১৯৭২ এর সংবিধান এর মধ্যদিয়ে দেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করে প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। মূলত ৭২ এর চেতনাকে ৭১ এর চেতনার নাম দিয়ে ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করেছে ফ্যাসিবাদী দল আওয়ামীলীগ। তিনি এ সময় আওয়ামীলীগ সরকারের সময়ে আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহারের দাবী জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। পাশাপাশি জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা আলেম, ওলামা, ছাত্র-জনতাসহ সকল গুম, খুন ও হত্যাকান্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবেনা বলে জানান। এছাড়াও তিনি বাংলাদেশকে রক্ষায় ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দেয়ার জন্য জাতীয় ঐক্যমতকে রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের পতাকাতলে এসে আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক ঐক্য মঞ্চ তৈরী করে সকল আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকতে সকলের প্রতি আহ্বান জানান।
সভায় জেলা খলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম