
| বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯ | 724 বার পঠিত | প্রিন্ট
নিউজ ডেস্ক#
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য যা যা করণীয় তার সবকিছুই করা হবে।
রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের নিকট আহতদের অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, পঙ্গু হাসপাতালেই আহতদের সুচিকিৎসা সম্ভব এবং এ জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা জজ কোর্টের পুরাতন ভবনের একটি লিফট দুর্ঘটনায় ১২ জন আহত হন এবং তাদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেলে এবং তিনজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
আইনমন্ত্রী এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের অবস্থা জানতে আইন সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলকে ঢাকা মেডিকেলে পাঠান। এছাড়া তিনি নিজে হাসপাতাল পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং আহতদের সুচিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাকে দায়িত্ব দেন।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা জজ কোর্টে ৫টি লিফট স্থাপনের জন্য আইনমন্ত্রীর বিশেষ উদ্যোগে এক কোটি ৮৬ লাখ ৮৮ হাজার ৬৩২ টাকা বরাদ্দ দেয়া হয় এবং বর্তমানে এ লিফট স্থাপনের কাজ চলছে।
Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক