
| শনিবার, ১১ মে ২০১৯ | 886 বার পঠিত | প্রিন্ট
নিউজ ডেস্ক#
গতকাল রাতে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর নির্যাতনে কবির হোসেন নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।গতকাল ১০ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে তার উপর নির্যাতন চালায় বিএসএফ। নিহত শ্রমিক সদর থানার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।
এদিকে নিহত কবীরের ইসলামের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, কবীর অভাবের তাড়নায় ওপারের মালামাল এনে বিক্রি করে। ওপারের কারবারীরা মাল এনে জিরো পয়েন্টে দিয়ে যায়, এরা জিরো পয়েন্ট থেকে তা দেশের ভেতরে নিয়ে আসে।
গতকাল শুক্রবারও সে ভারতীয় চা পাতা, শ্যাম্পু, হাতের চুরিসহ বিভিন্ন মালামাল আনতে যায়। মাল নিয়ে ফেরার পথে উত্তর চব্বিশ পরগনা জেলার বছিরহাট থানার ডুগলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এরপর তার ওপর ব্যাপক নির্যাতন চালায়। পরে সাতক্ষীরা সদর উপজেলার পুশখালী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে তাকে ফেলে যায়।এদিকে আজ ১১ মে শনিবার ভোরে গ্রামবাসী তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করে। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, বিএসএফ সদস্যরা কবিরের (৩২) পায়ুপথে পেট্রোল ঢেলে নির্যাতন চালিয়েছে।কিন্তু সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মহিউদ্দিন বিএসএফ তাকে সরাসরি মেরেছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘কবির দেশের ভেতরেই কোন্দলে মারা গেছে। পরে সীমান্তে ফেলে গেছে।’
সুত্র:একুশের বাংলাদেশ
Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম