| সোমবার, ০১ অক্টোবর ২০১৮ | 1106 বার পঠিত | প্রিন্ট
মেজর জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত ডা. সুসানে গীতি। স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ একজন সফল অবসরপ্রাপ্ত সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে মহিলা অফিসারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপের আরও একটি নতুন দিগন্তের সূচনা হলো।
১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন মেজর জেনারেল সুসানে গীতি। পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
ডা. সুসানে গীতি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান।
Posted ৩:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০১ অক্টোবর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক