
রওনক ইসলাম | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ | 195 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার মনিয়ন্দ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ২ টি ড্রেজার জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকালে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া। তবে এসময় কাউকে না পাওয়া যাওয়ায় জরিমানা বা গ্রেফতার করা যায়নি।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আইনশৃঙ্খা বাহিনীর সহযোগিতায় মনিয়ন্দ ইউনিয়নের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় কচুয়া মুড়া এলাকার মুছা চৌধুরীর জমি থেকে মাটি উত্তোলন করাকালে ২টি ড্রেজার জব্ধ করেন। তবে ড্রেজার মালিক মনির মিয়াকে পাওয়া যায়নি।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম