
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৬ জুলাই ২০২১ | 547 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় লকডাউনে কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ জনকে ১৮টি মামলায় ১৮২০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৬ জুলাই) কঠোর লকডাউনের ৪র্থ দিনে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম জরিমানা এ করেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের সড়ক বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করা এবং বাল্য বিবাহ অনুষ্ঠানের দায়ে ২৪ জনকে এ জরিমানা করা হয়েছে।উপজেলায় সকাল থেকে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তৎপরতা লক্ষ করা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছে।স্বাস্থ্যবিধি উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম