
| রবিবার, ০৭ মার্চ ২০২১ | 596 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় আনন্দ উদযাপিত হয়েছে।
রবিবার বিকেলে আখাউড়া থানা মিলায়তনে আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহম্মেদ নিজামীর সভাপতিত্বে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাসেম ভূইয়া। এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মুক্তিযোদ্ধার সন্তান মো: মনিরুল ইসলাম, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর ভূইয়া প্রমুখ।
বক্তারা ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে বলেন। ঢাকা রেসকোর্স ময়দানের বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত হয়ে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আতাউ রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন বাবুল, মো: সেলিম ভ্ইূয়া, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো: কবির খান, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন মামুন, সাংবাদিক নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জুয়েল মিয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাংবাদিক মো: রুবেল আহমেদ, নাজমুল আহমেদ রনি, সফিকুল ইসলাম রনি, মোশাররফ হোসেন কবির, হাসান মাহমুদ পারভেজ প্রমুখ।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম