রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আখাউড়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আখাউড়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

সরকারি কর্মচারীদের বেতনবৈষম্য দূর করে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ শেষে স্বারক লিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রেলওয়ে স্টেশন থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সহযোগিতায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আখাউড়া রেলওয়ের শ্রমিক, উপজেলা পরিষদ, কৃষি অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক কর্মচারি অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ সৌরাহাদী, এজিএস, রেলওয়ে শ্রমিক দল, মোহাম্মদ আনিছুর রহমান, উপজেলা প্রধান সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, মো: ফজলুর রহমান, উপজেলা সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, ইখতেকার আলম শিমুল, সভাপতি, উপজেলা কর্মচারী সমিতি প্রমুখ।


বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ১২টি গ্রেডে ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মবিরতির মাধ্যমে অচল করে দেওয়া হবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণাও দেন তাঁরা।


Facebook Comments Box


Posted ৯:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com