
| বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ | 394 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
রাবেয়া, বিজয়, রিফাতরা কিনলো পছন্দের পোশাক
বাবার কাছে ঈদের পোশাকের বায়না ছিল রিফাতের। বাবার স্পষ্ট জবাব, হাতে টাকা নেই। তবে রিফাত ঈদের জন্য নতুন পোশাক পেয়েছে ঠিকই। পোশাকের ব্যবস্থা করেছেন একজন সাংবাদিক।
নিজের জন্মদিনকে সামনে রেখে ১০০ জন শিশুকে পোশাক কিনে দেয়ার টার্গেট করেছেন তিনি।
রিফাতের পাশাপাশি রাবেয়া, বিজয়সহ আরো অন্তত ৩০ জন বৃহস্পতিবার নতুন পোশাক পেয়েছে। নির্ধারিত দোকানে এসে নিজেদের পছন্দ মতো তারা পোশাক নিয়েছে। পোশাক পেয়ে ওই শিশুদের মনে যেন ছিল ঈদ আনন্দ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া তাঁর ৭ মে এর জন্মদিনকে সামনে রেখে এমন ব্যতিক্রম আয়োজন করেন। দুপুরে পৌর এলাকার সড়ক বাজারে শিশুদের মাঝে পোশাক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, মোশারফ হোসেন, মো. আবীর, আশীষ সাহা।
এক শিশুর অভিভাবক জাহানারা বেগম বলেন, ‘আমি ইস্টিশন বাত বেছি। করোনা আর রোজার কারণে বেছা কিনি কম। জি পুতরে নতুন কাফড় কিন্না দেঅনের ক্ষমতা আমার নাই। আমার মাইয়াডা নিজের পছন্দমত কাফড় কিনত পাইরা খুব খুশি।’
নুরুন্নবী ভূঁইয়া বলেন, ‘করোনাকালে সময়ে মানুষ অনেক কষ্টে আছে। এ অবস্থায় ঘটা করে জন্মদিনের আয়োজন করবো না। দেশের সার্বিক অবস্থার কথা চিন্তা করে আমি আমার সাধ্যমতো পোশাক কিনে দেওয়ার চেষ্টা করছি।’
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম