আখাউড়া প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের ৫০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আখাউড়া দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধীতে বরিবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও উপজেলা প্রেসক্লাবের উদ্দোগে পুষ্পস্তবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক অমিত হাসান আবির, সাংবাদিক মোশারফ কবির, রুবেল আহমেদ, আল-আমিন,হাসান পারভেজ, ইসমাইল হোসেন প্রমূখ।
আখাউড়া গঙ্গাসাগর প্রতিরক্ষা অবস্থানের দরুইন গ্রামে নিয়োজিত আলফা কোম্পানির ২নং প্লাটুনের একজন সেকশন কমান্ডার ছিলেন মোস্তফা কামাল।
বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৭১ সালের ১৮ এপ্রিল সম্মুখ যোদ্ধে দরুইন গ্রামে শাহাদাত বরণ করেন।এই দিনে মোস্তফা কামালের ক্রমাগত নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের প্রায় ২০-২৫ জন হতাহত হন এবং তাদের সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফার অবস্থানের উপরে মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে মোস্তফার এল.এম.জি.-র গুলি নিঃশেষ হয় এবং তিনি মারত্মক ভাবে জখম হন। তখন পাকিস্তান বাহিনীর সৈনিকরা ট্রেঞ্চে এসে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।