
| শুক্রবার, ০৪ জুন ২০২১ | 584 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের আসা অব্যাহত রয়েছে।যার ফলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আতংকিত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার মানুষ।
এদিকে গতকাল(৩জুন)বৃহস্পতিবার ভারত থেকে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে থাকা নতুন করে আরো ৩ জনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ সনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত লোকজনের মধ্যে রাজশাহীর এক ব্যক্তি (৫৫)ও তার স্ত্রী(৫১) এবং পুরান ঢাকার এক কিশোরী(১৬) রয়েছেন। তারা গত( ২৫ মে)আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসেন।পরে তাদের একটি প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে রাখা হয়।
এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত ১৩৮৩ জনের মধ্যে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৬ এপ্রিল থেকে(৩জুন) বৃহস্পতিবার পর্যন্ত ভারত থেকে আসা যাত্রীর সংখ্যা ১৩৮৩ জন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন। আখাউড়া দিয়ে ভারত থেকে আসা পুরোনো ১ জনসহ নতুন ৩ জনের করোনা পজিটিভ হয়েছে।তাদের মধ্যে কারও করোনার উপসর্গ নেই।
এ পর্যন্ত ভারত ফেরত মোট ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তিনি বলেন, স্থলবন্দরেই যাত্রীদের নমুনা পরীক্ষা করা হয় তবে কেউ বাদ পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন থেকে নমুনা সংগ্রহ করা হয়।
Posted ৬:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম