
| সোমবার, ১২ জুলাই ২০২১ | 956 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
আখাউড়ায় লকডাউনে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ জনকে ১৩টি মামলায়(৫২০০)টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১২জুলাই) কঠোর লকডাউনের ১২তম দিনে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জরিমানা এ করেন।
সকাল দশটা থেকে বেলা দুপুর ১ টা পর্যন্ত পৌর শহরের সড়ক বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ২৪ জনকে এ জরিমানা করা হয়েছে।উপজেলায় সকাল থেকেই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। বিধিনিষেধ উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম