
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ জুলাই ২০২১ | 464 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত সেরাম ইনস্টিটিউটের টিকা বাংলাদেশকে যেন সরবরাহ করা হয় এ বিষয়ে আলোচনা করতেই নিজ দেশে যাচ্ছি।
আজ মঙ্গলবার সকাল ৮ টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাই স্বামী এ কথা বলেন।এসময় তিনি বলেন, বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগিরই কিভাবে দেয়া যায় সেই চেষ্টাই চলছে।
বিক্রম দোরাইস্বামী বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সাথে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়ছে।এ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা জরুরি।এ জন্য সড়ক সংযোগ বৃদ্ধির লক্ষে দুদেশ যৌথভাবে কাজ করছে।এ কাজ গুলো শেষ হলে দুদেশের অর্থ বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে।
স্বস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।আগামী ২৩ জুলাই শুক্রবার সকালে তিনি একই পথে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম