রওনক ইসলাম | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তলনের অপরাধে লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি সরবরাহ করার কাজে ব্যবহৃত একটি ড্রামট্রাক আটক করা হয়।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর শান্তিপুর নামক এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ।
এ সময় কৃষি জমি থেকে মাটি কাটা ও সরবরাহ করার অপরাধে মেহেদী হাসান(২৭) কে এক লাখ টাকা জরিমানা করা হয়। মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ জানান,
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় অভিযুক্তকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে ও কৃষি জমি রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলো তিনি জানান।
Posted ৯:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


