
| শুক্রবার, ২৮ মে ২০২১ | 773 বার পঠিত | প্রিন্ট
নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদ পুরে ১৬ কেজি গাঁজা নিয়ে যাওয়ার পথে দুই নারীসহ চার জনকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নবীনগর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার ধজনগরের মোঃ ছানাউল মিয়া (২৬), পিতা-আবু সালাম, চৌবেপুরের মোঃ সালমান মিয়া (২১), পিতা-শামসু মিয়া, শান্তা আক্তার (২৪), পিতা-আলমগীর মিয়া,সাথী বেগম (২০), পিতা-আলমগীর মিয়া।
স্থানীয়রা জানায়,গ্রেফতারকৃতরা আহাম্মদ পুর গ্রাম দিয়ে গাঁজার চালান নিয়ে যাবার পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে গাঁজাসহ তাদের কে গ্রেফতার করে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে গাজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম