
| বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | 467 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। মঙ্গলবার(২২ ডিসেম্বর) রাত ৩ টা ২৫ মিনিটে সরাইল- নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া শশ্মানের রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিসুর রহমান এর দিকনির্দেশনায়, সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সরাইল উপজেলার কালিকচ্ছ নাথপাড়ার মৃত ধন মিয়ার পুত্র মোস্তফা মিয়া(৪০), ধরন্তী চাকসার উত্তরপাড়ার মোঃ জামাল মিয়ার পুত্র মনির হোসেন(২০), কালিকচ্ছ দত্ত পাড়ার সামসু মিয়ার পুত্র সবুজ মিয়া(২৫), কালিকচ্ছ ঘোষ পাড়ার আফরোজ মিয়ার পুত্র নাইম মিয়া(২৪) ও কালিকচ্ছ ঘোষ পাড়ার রাশেদ মিয়ার পুত্র ইমন মিয়া(২২)।
সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে।
Posted ২:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম