রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোন রকমের কারচুপি, জালিয়াতি আমরা বরদাশত করবো না

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২০ | 511 বার পঠিত | প্রিন্ট

অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোন রকমের কারচুপি, জালিয়াতি আমরা বরদাশত করবো না

আখাউড়ার আলো২৪ ডেস্ক: করোনাসংকটকালে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা যারা করতে পারে, এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 


শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাস মোকাবিলায় চলমান পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু খবর আসছে-করোনার এই দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কিছু আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি অবাক হয়ে যাই। কারা এই সব মানুষ? যারা এই দুর্যোগের সময় অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা ভাবনা করতে পারে, এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার।


ত্রাণ আত্মসাৎকারী ওই সকল মানুষের প্রতি ঘৃণা ও নিন্দা জানিয়ে তিনি সকল জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি দেশের সকল জেলা প্রশাসকদের অনুরোধ করবো, আপনাদের অধীনস্ত সকল উপজেলা কর্মকর্তাদের নির্দেশনা দিন-এই ত্রাণ কোনোভাবে কেউ যাতে আত্মসাৎ করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিন। যদি কোনো ব্যক্তি বা কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ ওঠে ত্রাণ আত্মসাতের তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিন।

তিনি বলেন, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোন রকমের কারচুপি, জালিয়াতি আমরা বরদাশত করবো না। আমরা কঠোরভাবে এটা দমন করতে চাই। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষের চেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।


তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও আমাদের দেশের কিছু মানুষের ভুলেই সমস্ত দেশেই করোনাভাইরাস আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে দেশের জনগণকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হচ্ছ। কিন্তু কিছু সংখ্যক মানুষের অসচেতনতার কারণেই এই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয় নাই। যার ফলে করোনাভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। আমি আবারও সকলের প্রতি অনুরোধ করবো সকলেই ঘরে থাকুন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।

Facebook Comments Box

Posted ২:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com