
| মঙ্গলবার, ২৬ মে ২০২০ | 614 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:
করোনা জয় শেষে আবার মিলিত হওয়ার আশা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ওই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করেন।
করোনা ভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছেন বলে তিনি মন্তব্য করেনতিনি বলেন, ‘করোনাভাইরাস জনিত কারণে আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে ঈদ পালনক করতে হচ্ছে। আমাদের আয়োজন সীমিত। মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থণা তিনি যেন আমাদেরকে এ অবস্থা থেকে পরিত্রান দেন। আমরা যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলি তাহলে এ অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবো।
Posted ২:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম